যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদের বাড়ির গাড়ী গ্যারেজে কে বা কাহারা রাতের আঁধারে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে।
এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, ঘটনাটি রাজনৈতিক কারনে হতে পারে তবে প্রতিবেশিরা জানান বিষয়টি রহস্যজনক।
জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদের বাড়ির গাড়ী গ্যারেজে বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ১২ টায় কে বা কাহারা বাড়ির গাড়ী গ্যারেজে কাপরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
কিছুক্ষন পর আগুনে পুড়ার গন্ধে পাশ্ববর্তী রুমে থাকা মাওলানা হাবিবুর রহমান ঘুম থেকে উঠে চিৎকার দিলে প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাওলানা হাবিবুর রহমান জানান কে বা কাহারা কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, আমি দেখিনি। তিনি সহ প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও তিনি জানান।
কয়ছর এম আহমদের ভাতিজা মারজান আহমদ বলেন, আমাদের সাথে কারো শত্রুুতা নেই। বিষয়টি রাজনৈতিক হতে পারে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।