গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবীর খোকনসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ অভিযোগ গঠন করেন। সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় আগামী বছর ১ ফেব্রুয়ারি। ওই দিন মামলার বাদীকে হাজির
হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, ২০১৭ সালের ১০ অক্টোবর আমান উল্লাহ আমানের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা দৈনিক বাংলার মোড়ে মিছিল করেন। এর আগের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় ওই মিছিল হয়। এসময় দেড় শ নেতা কর্মী মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ও রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে তাদের মারধর করা হয়।
ঘটনার পর মতিঝিল থানার এসআই শহিদুল ইসলাম থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৬ আগস্ট একই থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ তদন্ত শেষে ৫১ জনকে আসামি করে আদালত অভিযোগপত্র দাখিল করেন।