নিউজিল্যান্ডের অকল্যান্ডে এক স্যুটকেস থেকে ২ জন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় গত মাসে। এরপর থেকেই আসামীকে খোঁজতে নামে কিউই পুলিশ। অবশেষে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৪২ বছর বয়সী এক দক্ষিণ কোরিয়ান নারী। নিউজিল্যান্ড পুলিশের অনুরোধে হত্যার গ্রেপ্তারি পরোয়ানায় দেখিয়ে দক্ষিণ কোরিয়ায় থেকে গ্রেপ্তার করা হয় ওই নারীকে।
জানা যায়, গত ১১ আগস্ট অকল্যান্ডে একটি অনলাইন নিলামে কেনা স্টোরেজ লকারের বিষয়বস্তু নিয়ে ধাক্কাধাক্কি করছিল একটি পরিবার। পরে সেই স্যুটকেসের লকার ভেঙে ২ জন শিশুর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ দুটি প্রাথমিক স্কুল-বয়সী শিশুর।
পুলিশ জানায়, ‘শিশুরা কয়েক বছর ধরে মৃত বলে মনে হচ্ছে। যে পরিবারটি দেহাবশেষ আবিষ্কার করেছে তাদের সন্দেহ করা হচ্ছে না। ’
পরে নানা সূত্র ধরে তদন্ত চালায় কিউই পুলিশ। অবশেষে দক্ষিণ কোরিয়া থেকে গ্রেপ্তার করা হয় একজনকে। পুলিশ জানায়, ‘নিউজিল্যান্ড পুলিশ হত্যার অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য সন্দেহভাজনকে দেশে ফেরত পাঠানোর কাজ করছে। আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ার হেফাজতে থাকবেন। এত অল্প সময়ের মধ্যে কাউকে বিদেশে হেফাজতে রাখা সম্ভব হয়েছে কোরিয়ান কর্তৃপক্ষের সহায়তায়। আমাদের পুলিশ ইন্টারপোল কর্মীদের সমন্বয়ের উপর নির্ভর করে। তবে এটি সহজ তদন্ত ছিল না। ’