নাটোরের সিংড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সনদ ও আইডি কার্ড বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার এ আয়োজনে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের মুক্তিযোদ্ধাদের প্রযুক্তির আওতায় আনা হয়েছে। ফলে বীর মুক্তিযোদ্ধারা ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড পাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ। পরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার এবং ৬২ জন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।