নদীতে অতিরিক্ত স্রোতের কারণে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। ঘণ্টাখানেকের ব্যবধানে আরেকটি বাল্কহেড সেতুর অপর একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় প্রথম বাল্কহেডটি।
পরে সাড়ে ১২টার দিকে ৯ নম্বর পিলারে ধাক্কা লেগে আটকে যায় আরকটি বাল্কহেড।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ডুবে যাওয়া বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে নারায়ণগঞ্জ ও আটকে থাকা বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালুবোঝাই করে ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাটের দিকে যাচ্ছিল।
ডুবে যাওয়া বাল্কহেডের এক শ্রমিক জানান, দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ হাজী সাত্তারের বালুর মহাল থেকে বালু ভর্তি করে নারায়ণগঞ্জের দিকে রওনা দেয়। নদীতে অতিরিক্ত স্রোতের কারণে পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর বাল্কহেডটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে বাল্কহেডের পাঁচ শ্রমিক লাইফ জ্যাকেট পরে সাঁতরে বেলকুচির রান্ধুনীবাড়ী চরে এসে উঠে।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টম্বর বঙ্গবন্ধু সেতুর ৯নং পিলারের সঙ্গ একটি বালুবোঝাই