নীলফামারী সদরে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন কিশোর কিশোরীকে নিয়ে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে আজ রোববার। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের দারুল হুদা উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকেলে ১৫০ জন থেকে ৭২ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।দারুল হুদা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মশিউর রহমান ও প্রধান শিক্ষক বদরুদ্দোজা সরকার এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার রতন কুমার রায়।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী ছয়টি গ্রুপে ২৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। এর মধ্যে ৬০ জন মেয়ে এবং ৮০ জন ছেলে ছিলো। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক (২০২২-২০২৩) ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এই সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় নীলফামারী সদরে