কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ এলাকায় ধরলা নদীর ভাঙন রোধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিঃস্ব গৃহহীন পরিবারগুলো মানববন্ধন করেছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মো. হাছেন আলী, নদী ভাঙনের শিকার আব্দুল মালেক, নছিম উদ্দিন প্রমুখ। এর আগে দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় দুইশত ভাঙন কবলিত পরিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি এবং গত ৩ বছরে ৬৮১টি বাড়ি ভেঙেছে। এতে এক হাজার একর ফসলী জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আবাসন প্রকল্পসহ ফসলী জমি, মাছের ঘের ও গরুর প্রকল্প। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সাড়া মেলেনি। এ কারণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানববন্ধনসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করছেন তারা।