জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা জিএম কাদেরের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়েকজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে উপপুলিশ কমিশনার (ডিসি) মোরশেদ আলম।তিনি বলেন, আজ বিকেল ৩টার দিকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি জিএম কাদেরের হাতে পৌঁছে দেওয়া হবে।
এর আগে ৩১ আগস্ট রাত ১১টার দিকে সংসদ ভবন থেকে উত্তরার বাসায় যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে তার ফোনটি ছিনতাই হয়ে যায়। ওই সময় যানজটে পড়ে তার গাড়ি আটকা ছিল। গাড়ির গ্লাসও খোলা ছিল। তখন তার মোবাইল ফোনটি ছিনতাই হয়। পরে বিমানবন্দর থানায় মামলা করেন তিনি।