বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। গত সাত মাসে এ দাম সর্বনিম্ন পর্যায়ে। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে বুধবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক মার্কিন
ডলারের বেশি কমেছে। যা গত সাত মাসের তুলনায় সবচেয়ে কম।খবর-রয়টার্স
রয়টার্স জানায়, বুধবার স্থানীয় সময় সকালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল ক্রুড ফিউচারের দাম এক দশমিক ৮ মার্কিন ডলার কমেছে। এতে এর দাম দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৭৫ ডলার। যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ছিল ৯১ দশমিক ২০ মার্কিন ডলার। পরে রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর থেকে তা ক্রমশই বাড়তে থাকে।
এদিকে বুধবার যুক্তরাষ্ট্রে বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমে ৮৫ দশমিক ৬৮ মার্কিন ডলারে নেমেছে। এতে প্রতি ব্যারেলে দাম কমেছে এক দশমিক ২০ ডলার।
ফরেন এক্সচেঞ্জ কোম্পানি ওএএনডিএ’র সিনিয়র বাজার বিশ্লেষক অ্যাডওয়ার্ড মোয়া বরাতে রয়টার্স জানিয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ চলছে। এতে ওপেক প্লাসের উৎপাদন কমানোর কিছু ছিল না। তবে প্রত্যাশা অনুযায়ী বৈশ্বিক প্রবৃদ্ধি মোটেই ভালো নয়, যেটি অপরিশোধিত তেলের দামের সমস্যা।
এদিকে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান সিএমসি মার্কেটের বিশ্লেষক টিনা টেং বরাতে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, মার্কিন ডলার, বন্ড বেড়ে যাওয়া এবং চীনের প্রবৃদ্ধিতে মন্দা তেলের দামকে চাপের মধ্যে ফেলেছে।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই জ্বালানি তেলের বাজারে মন্দাভাব শুরু হয়। এ ছাড়া চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতিতে জুলাইয়ে দৈনিক তেল পরিশোধনের পরিমাণও অনেক কমে যায়।
তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি পর্যন্ত ৬ মাসে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১৩ দশমিক ৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম ৯ দশমিক ৭ শতাংশ কমেছে।