আগুনে পুড়ে এক সপ্তাহ ধরে বাঁচা-মরার লড়াই করে হার মানেছেন তাহমিনা মুনা (৩২)। তিনি কুমিল্লা মডেল কলেজের শিক্ষিকা। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।
তাহমিনা মুনা কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এলাকার মো. ইউনুস মিয়ার মেয়ে।তিনি জেলার চান্দিনা উপজেলার হারং ভূঁইয়া বাড়ির কবি ও আবৃত্তি শিল্পী সুমন সালাউদ্দিনের স্ত্রী। কুমিল্লা মডেল কলেজে ৭ বছর ধরে শিক্ষকতা করছিলেন তিনি।
নিহত কলেজ শিক্ষিকার স্বামী সুমন সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৯ আগস্ট রাতে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় ভাড়া বাসায় গ্যাসের আগুনে পুড়ে যান মুনা। তাকে রক্ষা করতে গিয়ে আগুন লাগে স্বামীর হাতেও। পরে তাকে জরুরি ভিত্তিতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়।