সরকারি কর্মকর্তাদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। এ নিয়ে কমিটি করা হয়েছে। পরবর্তী অর্থবছরে
লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে।
সোমবার নিউজ২৪-কে এসব জানিয়েছেন জনপ্রশাসন সচিব কে এম আলী আজম।তিনি জানান, এই বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে কী পদক্ষেপ নেয়া হলো সেটা জানানো হবে। তালিকা নয়,
বরং কবিতা, সাহিত্য, উপন্যাস হিসেবে ক্যাটাগরি করে দেয়া হবে।
গতকাল বই কেনার তালিকায় একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই প্রসঙ্গে কথা বলেন জনপ্রশাসন সচিব কে এম আলী আজম। তিনি বলেন, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে বই পড়ার
উৎসাহ দিতে বই পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সচিব বলেন, কিন্তু গণমাধ্যমে যে খবর আসছে একজনের ২৯টি বই, সেটা আগে জানতাম না। খবর প্রচারের পর জানতে পেরেছি। এটা হতে পারে না।
আমরা পরীক্ষা নিরীক্ষা করে এই তালিকা বাদ করে নতুন তালিকা করা হবে।