শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা ঠেকাতে কাউন্সেলিং কার্যক্রম জোরদার করতে শিগগিরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন ‘উপাচার্য পরিষদ’ এর সঙ্গে বৈঠকে বসবেন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী জানান, মাধ্যমিকের ২ লাখ শিক্ষককে কাউন্সেলিং বিষয়ে ট্রেনিং দেয়া হচ্ছে। প্রতি বিদ্যালয়ে ২ জন কাউন্সেলিং অভিজ্ঞ শিক্ষক থাকবেন।শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, যে কোনো
আত্মহত্যাই অনাকাঙ্ক্ষিত। অনেক ক্ষেত্রে পারিবারিক প্রত্যাশার চাপ বেশি থাকে শিক্ষার্থীদের উপর। বাবা-মায়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারিরীক নির্যাতনের ঘটনাও ঘটে। করোনার প্রভাবেও
শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে শিক্ষার্থীদের কাউন্সেলিং করতে হবে।