বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে মাথায় গাছের ডাল পড়ে রুবেল শিকদার (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ঘোষিয়াখালী গ্রামে নানা বাড়ির পাশে বাবুল মৃধার বাড়িতে গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল শিকদার ঘোষিয়াখালী গ্রামের সুমন শিকদারের ছেলে ও বাগেরহাট শহরের দক্ষিণ হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত শিশু শিক্ষার্থী রুবেল শিকদারের বাবা সুমন শিকদার জানান, স্ত্রী-সন্তান নিয়ে আমি বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় বসবাস করি।বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সাথে রুবেল মোরেলগঞ্জ উপজেলার ঘোষিয়াখালী গ্রামে নানাবাড়ি বেড়াতে যায়।
শনিবার সকালে নানা বাড়ির পাশে বাবুল মৃধার বাড়িতে গাছ কাটা দেখছিল সে। এ সময় হঠাৎ একটি কাটা ডাল ছিটকে রুবেলের মাথায় পড়ে গুরুতর আহত হয়। বাগেরহাট জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, সকালে ১১ টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ৯ বছর বয়সী শিশু শিক্ষর্থী রুবেল শিকদারকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।