জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ আগষ্ট গলাচিপার গোলখালী ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগেরে উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদের আয়োজন করা হয়। আলোচনা সভায় গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,আওয়ামী লীগ নেতা ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. নাসির উদ্দীন হাওলাদার গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠেনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।