পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে কৃষক ও পথচারী সহ দুইজন নিহত হয়েছে। ১৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুরের বৈরীআবহায় ঝড়বৃষ্টি শুরু হলে কিছু বুঝাঁর পূর্বেই উত্তর কাজল প্যাদা বাড়ির মামুন প্যাদা নামের এক কৃষক চাষাবাদের সময়ে বিকাল আনুমানিক বিকেল তিনটার টার সময় বজ্রপাতে নিহত হন।
এদিকে এক’ই দিনে বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে মাঝেঁর চর এলাকায় ধানের বীজ রোপন করার সময়ে মোস্তোফা হাওলাদার (৫০) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হন। তিনি গলাচিপা পৌর সভার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাসিন্দা ছিলেন।