ফখর জামানের সেঞ্চুরিতে ৩১৪ রানের সংগ্রহ দাঁড় করেছিল পাকিস্তান। জবাবে নেদারল্যান্ডস থেমেছে ২৯৮ রানে।
ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেল পাকিস্তান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইমাম উল হককে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে ১৬৮ রানে জুটি গড়েন ফখর জামান ও বাবর আজম।
ফখর ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি তুলে আউট হন ১০৯ রানে। বাবর আজমের ব্যাট থেকে আসে ৭৪ রান। শেষ দিকে শাদাব খানের ৪৮ রানে ভর করে স্কোরবোর্ডে ৬ উইকেটে ৩১৪ রান তোলে পাকিস্তান।
জবাবে নির্ধারিত ওভারে ২৯৮ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ড। ওপেনার ভিকরামজিত সিং ও টম কুপার দুজনেই করেন ৬৫ রান। আর স্কট এডওয়ার্ডেস ৭১ রানে অপরাজিত ছিলেন।
আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর বিপক্ষে ওয়ানডেতে ডাচদের এটি সর্বোচ্চ রানের ইনিংস।