ছুটিতে আটকে পড়া সৌদি প্রবাসী সবাই কাজে ফিরতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শুক্রবার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমী নতুন ভবন উদ্বোধন শেষে এক প্রতিক্রিয়ায় এই আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে সৌদি প্রবাসীদের দুর্ভোগ যেন কমছেই না। যদিও টিকিট বিক্রি করেছে সৌদি এয়ারলাইন্স। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই।
তারা বলছেন, আকামার মেয়াদ বৃদ্ধি করা হলেও ভিসার মেয়াদ না থাকায় শেষ পর্যন্ত তারা কর্মস্থালে ফিরতে পারবেন কি না তা নিয়ে শংসয় তৈরি হয়েছে।
এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রবিবার থেকে সৌদি দূতাবাসে গিয়ে ভিসা রিনিউ করতে পারেন প্রবাসীরা। এছাড়া রবিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রীর সাথে এক ভার্চুয়াল বৈঠকে বিষয়গুলো তুলে ধরবেন পররাষ্টমন্ত্রী।