জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী এবং মানব জাতিকে রক্ষার আহ্বান জানিয়ে পাঁচটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে ‘ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক উচ্চপর্যায়ের এক গোলটেবিল বৈঠকে ভিডিও বার্তায় এ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘ মেয়াদি পরিকল্পনাও বৈঠকে তুলে ধরেন সরকার প্রধান।
জলবায়ুর বিরূপ প্রভাবে বিশ্বের পরিবেশ আজ হুমকির মুখে। হিমালয়ের বরফ গলার কারণে বাংলাদেশে নদীর দিক পরিবর্তন, বন্যাসহ নানা দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এর জন্য বেশি দায়ি উন্নত দেশগুলো।
জাতিসংঘ সদর দফতরে ‘ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে ভিডিও বার্তায় জলবায়ুর বিরূপ প্রভাবের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোকাবিলায় তাঁর সরকারের নানা পদক্ষেপও উল্লেখ করেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবী এবং মানব জাতিকে রক্ষার আহ্বান জানিয়ে পাঁচটি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। যেখানে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহের গুরুত্ব দেন তিনি।
জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন বৈশ্বিক দায়িত্ব, এই স্বীকৃতি দেয়ার আহবানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






