শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস হবে। সপ্তাহের ৫ দিনের মধ্যেই ক্লাসগুলোকে এমনভাবে পুনর্বিন্যাস করতে চাই, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়।
আজ সোমবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বড় একটি চ্যালেঞ্জ আসছে, কাগজ সংকট থাকায় কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে।আশা করছি আগামী মাস থেকে লোডশেডিং কমে যাবে কিংবা থাকবে না।
দীপু মনি বলেন, কিছু চ্যালেঞ্জ আছে আমাদের পুস্তকগুলো ছাপানোর ক্ষেত্রে। চেষ্টা করছি, আশা করছি আমরা সময় মতো বই-পুস্তক দিতে পারব।