সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সাকিবের ইস্যু নিয়ে বেক্সিমকো অফিসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করেছেন সাকিব আল হাসান। এ নিয়ে বরাবরই কঠিন অবস্থানে আছে বিসিবি।ইতোমধ্যেই তাকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, সাকিব ইস্যুতে দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নাই। বিসিবি প্রথম দিকের মতো অটল আছে। আমি যখন এসেছি বোর্ডে তখনই বলেছি এসব ইস্যুতে জিরো টলারেন্স। কোনভাবেই বিসিবি এগুলো গ্রহণ করবে না। যে যেভাবেই এটাকে ব্যাখ্যা দিক বা না দিক।
উদাহরণ টেনে বিসিবি সভাপতি বলেন, আশরাফুলের মতো খেলোয়ায়ড়কে আমাদের বাদ দিতে হয়েছে। সুতরাং এখানে কোনো সুযোগ নেই। আমরা একটা চিঠি দিয়েছি, উত্তর আমরা আজকের মধ্যে পাওয়ার কথা। গতকালের মধ্যেই পাওয়ার কথা ছিল কিন্তু শুনেছি সে বলেছে আজকের মধ্যে দিবে। তো আজকের দিনটা অপেক্ষা করতে হচ্ছে।
এসময় বেটউইনার থেকে বেরিয়ে না আসলে সে দলেই থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন পাপন।
বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গসংগঠন ক্রীড়াবিষয়ক সংবাদভিত্তিক ওয়েবসাইট বেটউইনার নিউজের সঙ্গে সাকিব পণ্যদূত হওয়ার চুক্তি করেছেন। বিসিবি মনে করে, সাকিবের এ রকম একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়াটা দেশের আইন এবং ক্রিকেট নীতির সঙ্গে সাংঘর্ষিক। বেটিং প্রশ্নে যেহেতু বিসিবির ‘জিরো টলারেন্স’ অবস্থান, এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি তারা মেনে নেবে না বলে জানায়।