সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় রিয়ান বাবু (২১) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন। আজ মঙ্গলবার সকালে পিপুলবাড়িয়ার ক্ষোদ্দবয়রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়ান বাবু সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পলাশপুর গ্রামের হেলালের ছেলে।
স্থানীয়রা জানান, ছুটিতে রিয়ান বাবু বাড়িতে এসেছিল। সকালে মোটরসাইকেলযোগে কাজিপুর থেকে পিপুলবাড়িয়া আসার পথে খামারগাতি ব্রীজের উপর উঠলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে রিয়ান ও তার চাচাত ভাই আবু বক্কর গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়ান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার সংবাদ শুনেছি। তবে পুলিশ পৌঁছানোর আগেই তার মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে নিয়ে যায়।