ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে লিখন হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খালিশপুর তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিখন হোসেন পার্শবর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর এলাকার রাজনগর পাড়ার মিলন মিয়ার ছেলে। তিনি জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, সকালে মিলন মোটরসাইকেলে করে খালিশপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খালিশপুর তেলপাম্পের সামনে পৌঁছানো মাত্রই তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানায় কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।