যশোরে মেশিন দিয়ে গবাদি পশুর জন্য ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাই হলো ওই গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে তৌহিদুর রহমান (৪৫) ও তার ছোট ভাই রুহুল আমীন (৪০)।
মৃতের চাচাতো ভাই নাহিদুজ্জামান রায়হান নিউজ টোয়েন্টিফোরকে জানান, বুধবার বিকালে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিল।
এ সময় মেশিনে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। সন্ধ্যায় স্বজনরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে ডা. শুভাশিষ রায় সহোদরকে বহনকৃত মৃত উল্লেখ করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার অনেক আগে দুই সহোদরের মৃত্যু হয়েছে।