সমালোচনাকারীদের দিকে না তাকিয়ে দেশের কাজে মনোযোগ দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সমালোচনাকারীরা সমালোচনা করবেই। তারপরও দেশের জন্য কাজ করে যেতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে।
কারণ জনগণ সরকারের পাশে আছে।
দেশে মৎস উৎপাদরে সঙ্গে সঙ্গে প্রকৃয়াজাত করণের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে মৎস প্রকৃয়াজাত করণ কারখানা স্থাপনের সুযোগ রয়েছে।
দেশে চিংড়ির উৎপাদন বাড়াতে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে হ্যাচারী স্থাপনের উদ্যোগ নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।