পটুয়াখালীর গলাচিপায় উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টায় দিকে বিদ্যালয় প্রাঙ্গনে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মস্তফা মিয়া, শামীম মিয়া, মিন্টু দুয়ারী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক ও অতিথিবৃন্দের বক্তব্যের পর শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এ দিনের অভিব্যক্তি জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আমরা সারদের কোনদিন ভুলতে পারব না। এতটা বছর এই বিদ্যালয়ে তারা আমাদেরকে সন্তানের মত পড়ালেখা শিখিয়েছেন।