নাটোরের বড়াইগ্রামে চার বছর বয়সের এক কন্যা শিশুকে চকলেটের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
আটক আব্দুল মান্নান উপজেলার চর নটাবাড়িয়া গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার আব্দুল মান্নান প্রতিবেশী শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভনে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে সন্ধ্যায় শিশুটি তার মাকে বিষয়টি জানায়।
পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে আব্দুল মান্নান আতœগোপন করে। এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, শনিবার অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






