বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে মহিলা আওয়ামী লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে, রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যেগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সভাপিত কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবি, পৌর মহিলা আওয়ামি লীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি প্রমুখ।
বক্তারা বলেন, পুরুষের পাশাপাশি সমাজে নারীর ভূমিকা অবর্ননীয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এতে নারীরা আরও এগিয়ে যাবে। শেখ হাসিনার হাতকে তরান্বিত করতে মহিলা আওয়ামী লীগ কার্যকরী ভূমিকা পালন করবে।
আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়, এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।