পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোটশিবা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গরু দুটির মালিক ওই গ্রামের ফজলে করিম মৃধার ছেলে শহিদুল মৃধা।
শহিদুল মৃধা জানান, শুক্রবার সকালে দুটি গরুকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের ক্ষেতে নিয়ে যাই। পরে জুমার নামাজ পড়তে মসজিদে যাই। এই সময় অনেক বৃষ্টি ও বজ্রপাত হয়েছিল। নামাজ শেষে দুপুর ২টার দিকে ক্ষেতে গিয়ে দেখি বজ্রপাতে গরু দুটি মারা গেছে।
এ বিষয়ে চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা বলেন, বজ্রপাতে শহিদুল মৃধার দুটি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে শহিদুলকে আর্থিকভাবে সাহায্য করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, বজ্রপাতে মৃত গরুর মালিককে সরকারিভাবে সহায়তা করা হবে।