নাটোরের সিংড়ায় ৮ নং শেরকোল ইউনিয়নের, ভাগ নাগর কান্দি গ্রামের মাঠে কৃষকদের কষ্টের ফসল খাচ্ছে গবাদি পশু।
সরজমিনে গিয়ে দেখা জায়, ভাগ নাগর কান্দির কিছু সংখ্যক কৃষক মাঠে বাদাম, ভূট্টা, টমেটো, মরিচের চাষ করেছে। সেই চাষকৃত জমিতে শত শত গবাদি পশু খেয়ে বিনষ্ট করছে।
প্রতিবাদ করতে গেলে কৃষকদের লাঞ্ছনার শিকার হতে হচ্ছে সেই গ্রামের গবাদি পশু পালন কারিদের কাছে।
তাই প্রশাসনের সহযোগিতা চেয়েছেন অসহায় কৃষকরা।
কৃষক সবুজ আলী প্রা: বলেন, আমাদের এই চলনবিল অঞ্চলে সুধু ইরি বরো ধান চাষ হয়।
এর পরে পুরো মাঠ ফাঁকা পরে থাকে তাই আমি নিজে উদ্যোক্তা হয়ে বাদাম, ভূট্টা, গম, মরিচের চাষ শুরু করেছি।
পাশাপাশি অন্য কৃষকদের কে উৎসাহ দিয়েছি এখন অনেকে চাষ শুরু করছে।
আমাদের কষ্টের ফসল গবাদি পশু দিয়ে খাওয়াচ্ছে গ্রামের কিছু দুষ্টু প্রকৃতির পশু পালন কারিরা, তাঁরা সকাল হলেই গবাদি পশুদের মাঠে ছেড়ে দেয়। যার কারণে এখন আমরা ক্ষতিগ্রস্থ। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
আরেক জন কৃষক সফি প্রা: বলেন, আমি দুই বিঘা বাদাম চাষ করেছি। চাষকৃত বাদাম গরু দিয়ে খাওয়ায় শেষ করছে। এই অরাজকতা কোন গ্রামে নেই, শুধুমাত্র আমাদের গ্রামেই গায়ের জোরে এগুলো করছে আমি এর সুষ্ঠু বিচার চাই।
গবাদি পশু পালন কারিরা বলেন, আমাদের মাঠে শুধু এক মৌসুমি আবাদ হয়, সেই সময় টুকু গবাদি পশু গুলোকে বাড়িতে রাখি।
এখন মৌসুমের শেষ আমরা আর পশু গুলোকে বেঁধে রাখতে পারবো না। আর কিছু সংখ্যক কৃষকের আবাদের জন্য আমাদের গরু গুলোকে মারতে পারি না।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেলিম রেজা বলেন, আমি সরজমিনে দেখে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবো।