বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বঙ্গভবন প্রেস উইং জানায়, মঙ্গলবার (৩ মে) ঈদের দিন সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নামাজের পর রাষ্ট্রপতি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
করোনাভাইরাসের সংক্রমণে এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি।
রোববার (০১ মে) দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশ।