ক্রেতা ও বিক্রেতা দের সুবিধার্থে নাটোরের সিংড়ায় মহিষের হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সকাল ১১ টায় পৌর মেয়র, জান্নাতুল ফেরদৌস, এই হাটের শুভ উদ্বোধন করেন।
প্রথম দিনেই, নানা প্রজাতির মহিষের আমদানিতে জমজমাট হয়ে উঠেছে মহিষের হাট।
প্রতি সোমবার সপ্তাহে এক দিন, করে মহিষের হাট বসবে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ।
ইজারদার না থাকায় খাঁশ উত্তোলোন এর মাধ্যমে টোল আদায় কার্যকর করা হচ্ছে।
হাট কমিটির পক্ষ থেকে পৌর হাটকে জাঁক জমক পূর্ণ করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাটে ৪৮ টি মহিষের ভেতর ৮ টি মহিষ বিক্রয় হয়েছে বলে জানান হাট কর্তৃপক্ষ।
কোন প্রকার হয়রানি ও ভোগান্তি ছাড়াই ক্রয় বিক্রয় হওয়াতে সন্তোষ প্রকাশ করছেন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাটে আশা ক্রেতা ও বিক্রেতা।
উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন, ডালিম আহমেদ ডন, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম স্বপন, কাউন্সিলর সোহাগ, আব্দুল সাত্তার, আনোয়ার হোসেন বাবু, ফারুক আহমেদ, বিটল, সেলিম রেজা, শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।