নাটোরের সিংড়া উপজেলার, ৫ নং চামারী ইউনিয়নের, বাহাদূর পুর এলাকায়, উন্নতমানের ইট প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান, কে এস পি ইট ভাটায় ৫ জন নৈশ্য পহরী, নিয়োগ দেয়া হবে। কে এস পি ইট ভাটার মালিক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ ও মোঃ বাবলু হোসেন জানায়, আমাদের ৫ জন সৎ সাহসী নৈশ্য পহরী প্রয়োজন। নৈশ্য পহরীদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, এবং আলোচনা সাপেক্ষে সঠিক বেতন নির্ধারন করে নিয়োগ দেওয়া হবে।