নাটোরের গুরুদাসপুর উপজেলার, ১৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে ধানের বীজ ও ৩০ কেজি করে সার বিতরন করা হয়েছে।
আজ সকাল, ১০ টায় উপজেলার মিলনায়তনে ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মাঝে সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার, তমাল হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, আব্দুল কুদ্দুস এমপি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, মতিউর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার, হারুনুর রশীদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও রোকসানা আক্তার লিপি প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।