দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথম টেস্টে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছিল টাইগাররা।
তবে দ্বিতীয় টেস্টে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও ছিল না। ফলে ৪১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বরণ করতে হয়েছে রানের বিশাল পরাজয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশকে আজ সোমবার ৩৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ডারবান টেস্টে বাংলাদেশকে ২২০ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
৩ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ চতুর্থ দিনে মাত্র ৮৬ বল টিকতে পেরেছে। এদিন বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ছিল না কোনো দায়িত্বশীল আচরণ। যেন উচ্চাভিলাষী শট খেলে আউট হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন তারা। ফলে তাসের ঘরের মত ভাঙতে থাকে ব্যাটিং অর্ডার। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩.৩ ওভার ব্যাট করে ৮০ রানেই অলআউট হয় মুমিনুলবাহিনী।
সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)
মহারাজ ৮৪, এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪
তাইজুল ১৩৫/৬, খালেদ ১০০/৩, মিরাজ ৮৫/১
বাংলাদেশ ১ম ইনিংস : ২১৭/১০ (৭৪.২ ওভার)
মুশফিক ৫১, ইয়াসির ৪৬, তামিম ৪৭, শান্ত ৩৩
মুল্ডার ২৫/৩, হার্মার ৩৯/৩
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ১৭৬/৬ ডিক্লেয়ার (৩৯.৫ ওভার)
আরউই ৪১, ভেরেইন্নে ৩৯*, বাভুমা ৩০
তাইজুল ৬৭/৩, মিরাজ ৩৪/২, খালেদ ৩৮/১
বাংলাদেশ ২য় ইনিংস : ৮০/১০ (- ওভার)
লিটন ২৭, মিরাজ ২০, তামিম ১৩
মহারাজ ৪০/৭, হার্মার ৩৪/৩।