পটুয়াখালীর গলাচিপায় ৫ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল মজুত রাখায় দোকানির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়,
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে আমখোলা বাজারে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম অভিযান চালিয়ে মেসার্স কামিয়াব এন্টারপ্রাইজ নামক রড ও টিনের দোকানে ৫ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল মজুতের সত্যতা পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুতের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিশেষ ক্ষমতা আইনে দোকান মালিক মো. আফজাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য গলাচিপা থানায় প্রেরণ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এতে অতিরিক্ত তেল মজুত করে রাখায় অভিযান চালানো হয়। বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।