বাংলাদেশে মানবাধিকারের বিষয় নিয়ে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি ও এনবিসি ইউকে’র উপদেষ্টা আশিকুর রহমান আশিক এর সাথে।
গত ৮ই মার্চ ২০২২ইং রোজ মঙ্গলবার সন্ধ্যা সাত ঘটিকায় পূর্ব লন্ডনের রেস্টুরেন্টের একটি হলে সংগঠনের সভাপতি মুসলিম খানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন এনবিসি ইউকে’র সহ-সভাপতি মোঃআসয়াদুল হক, সহকারী সেক্রেটারী মোঃ আবু তাহের,সাংগঠনিক সম্পাদক ও লুটন শাখার সভাপতি মোর্শেদ আহমদ খান, লুটন শাখার সেক্রেটারী মীর্জা এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মীর্জা সাইফুল, প্রচার সম্পাদক শেখ আবুল ফাত্তাহ, সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ চৌধুরী প্রমূখ।
জনাব আশিকুর রহমান আশিক নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কার্যক্রম শুনে ভূয়সী প্রশংসা করেন। আগামীতে আর বেশি মানবতার পক্ষে কাজ করার আহবান জানান। এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়।