নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় পৌর শহরের কলেজপাড়ার বেইলীব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম আহ্বায়ক নার্গিস সুলতানা, ছালাম মৃধা ও মাকসুদ আলম তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি সাগর খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল প্রমুখ।