গলাচিপায় ৩য় শ্রেণীর কর্মচারীদের পদ-পদবী পরিবর্তনের দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিস কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পদ-পদবি পরবর্তন বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে ১ মার্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি শুরু। সকাল ৯ টায় (১ মার্চ মঙ্গলবার) থেকে উপজেলা পরিষদ চত্বরে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি কার্যক্রম শুরু হয়।
৩য় শ্রেণীর কর্মচারীদের পদ-পদবি পরবর্তন বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে ও কর্মে ফিরে না যাওয়ার অঙ্গীকার করে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ভূমি অফিস সহকারী মো. শফিকুর রহমান, মো. কামাল হোসেন, মো. হান্নান মিয়া, উপজেলা নির্বাহী অফিস সহকারী মো. সেলিম মিয়া প্রমুখ।