সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী কবি সৈয়দ শানুর আহমেদকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেল ৩ টায় পৌর শহরের হামজা কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি গীতিকার এম এ কাইয়ুমের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় এবং সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ নুরুল আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবু হুরায়রা ছাদ মাষ্টার, সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজ সেবক, প্রবাসী কবি সৈয়দ শানুর আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, কবি ও গীতিকার ডাঃ আশরাফ আলী, কবি শাহ মোঃ আব্দুস সালাম, কবি আজমল হোসাইন ও মোঃ আব্দুল ওয়াহিদ প্রমূখ।
পরে স্বাস্থবিধি মেনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।