হিউম্যানিচি ক্লাব ইউরো বাংলা ইউকে উদোগে বিকাল ৩ঘটিকায় পূর্ব লন্ডনের মক্কা গ্রিলে গুম হওয়া বিরোধীদলের নেতা কর্মীদের কে ফিরিয়ে দেয়ার দাবিতে প্রতিবাদ সভা ও ভাষা শহীদদের স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মোজাক্কির আহমদ, উপস্হাপনা করেন কাজী মোজাম্মেল হুসাইন, শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো: সাইফুর রহমান রাজু ,এতে প্রধান অতিথি ছিলে সাবেক ছত্র নেতা আব্দুল্লাহ আল মুনিম, বিশেষ অতিথি এনবিসি ইউকের সভাপতি মুসলিম খান, এনবিসি ইউকের সহ-সভাপতি মো: আসয়াদুল হক , আরো বক্তব্য রাখেন : আলী হোসাইন, মো: আবু তাহের, আরিফ আহমদ, মো: ইকবাল হোসাইন,মো: ফরহাদ আলী , আছাদ আহমদ, আবিদুল মুহিত, ইউসুফ আল আজাদ, শাহরিয়ার ওয়াহিদ,মো: আমিনুল ইসলাম ,
উপস্হিত ছিলেন , মোর্শেদ আহমদ খান, মো: আব্দুল কাদের জিলানী, ফারিয়া আক্তার সুমি, মো: সৈয়দুল ইসলাম, মো: হাসান আহমদ ,সেবুল আহমদ, মো: সাকিব হাসান, হোসাইন আহমদ, আবুল খায়ের, লুৎফুর রহমান, মোছা: নিপা বেগম, রোকসানা হক তারিন, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলীম উদ্দীন, শাহিন আহমদ, আবু রেদওয়ান, মো: আমিনুর রহমান, সুফিয়ান, মো: হিফজুর রহমান , তারেক হাসান, হুমায়ুন আহমদ, মো: জাকির হোসেন, দিলোয়ার হোসাইন, আব্দুর রহমান, মো: ইসয়াদুল হক, আব্দুল মানিক জাহিদ, তুহিন আহমদ, জামিল আহমদ, নুরুল ইসলাম মাসুদ, রফিক আহমদ, ইকবাল হোসাইন, মোহাম্মদ আনিসুর রহমান, মো: জয়নুর রহমান, আবুল হাসনাত, আমিরুল মোমিন রেজা, আব্দুল আজিজ প্রমুখ।