শান্তিগঞ্জে বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এনাম তালুকদার মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় বুড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাতিঘর সমাজ কল্যান সংস্থার সভাপতি মুরাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, প্রাথমিক শিক্ষা অফিসার সেলিম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আতাউর রহমান, সমাজ সেবক নেছার আলম শামীম প্রমূখ। পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়।