অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে ইতালি কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে,অবৈধভাবে তারা নৌকাযোগে লিবিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিলেন। ঠান্ডায় তারা প্রাণ হারিয়েছেন। ইতালি কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে ল্যাম্পেদুসা উপকূলের কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি চিহ্নিত করে কোস্টগার্ড। পরে অভিযান চালিয়ে উদ্ধার করে ৭ জনের মরদেহ। তীব্র ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমে মৃত্যু হয় তাদের।
নিহত ৭ জনই বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ।
নৌকাটিতে মোট ২৮০ জন যাত্রী ছিল। যাদের বেশিরভাগই বাংলাদেশ ও মিশরের নাগরিক৷ উন্নত জীবনের আশায় লিবিয়া থেকে ল্যাম্পেদুসা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা।
ইউরোপে অবৈধ অভিবাসনপ্রত্যাশী প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয় ইতালির উপকূলকে। গত কয়েক মাসে এমন নৌকাযোগে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরে ১ হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী উপকূল থেকে ইতালির বিভিন্ন বন্দরে নেমেছেন।