বন্দরণগরী চট্টগ্রামের বাজারে থামছেই না দ্রব্যমূল্যে উর্ধগতি। চাল ডাল আটা চিনি বিক্রি হচ্ছে বাড়তি দামেই। এমনকি কমেনি শীতের সবজির দামও।
এর বিপরীতে প্রশাসনেরও কোনো মনিটরিং নেই বলছেন ক্রেতারা। তবে নগরীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান ট্রাকে টিসিবির পন্য বিক্রি করতে দেখা গেছে। চিনি,তেল, মসুর ডাল আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ট্রাকে। কিছুটা কম দামে পলেও চাহিদার তুলনা কম বলছেন ক্রেতারা। ট্রাকে চাল ও আটা বিক্রিরও দাবি তাদের।
চট্টগ্রামের পাইকারি খুচরা বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছে না দাম। গত ১৫ দিনের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। কিছুটা কমেছে পেয়াজ রসুনের দাম। তবে ডিম ও মাছ ও ব্রয়লার মুরগীর দাম বেড়েছে।
কিছুটা কমেছে কাঁচামরিচসহ শীতকালীন কয়েকধরণের সবজির দাম। বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কোন প্রশাসনিক তৎপরতা না থাকলেও টিসিবির মাধ্যমে নিয়মিতই বিক্রি হচ্ছে কয়েকটি পন্য।
চিনি, তেল ডাল ও পেঁয়াজ পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে। চাহিদার তুলনায় পন্য অনেক কম। তাই ট্রাকে চাল ও আটা বিক্রির পাশাপাশি পন্য যেনো আরো বেশি পরিমানে আনা হয় সেই দাবি জানিয়েছেন ক্রেতারা।
https://www.youtube.com/watch?v=yqXmXcrx7kk