নেত্রকোণার মোহনগঞ্জ ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়ন ও ১ নং বড়কাশিয়া-বিরামপুরে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সকালে সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।
৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বীজ) মহাব্যবস্থাপক প্রদীপ চন্দ্র দে, জেলা সিভিল সার্জন মোঃ সেলিম মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগের নেত্রকোণা জেলার যুগ্ন সাধারন-সম্পাদক নুর খান মিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ আকুঞ্জি, মোহনগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন সহ স্থানীয় আওয়ামী লীগ ও মোহনগঞ্জ সমিতির নেতৃবৃন্দ।
ইকবাল হাসান নেত্রকোণা প্রতিনিধি।