বিশ্বে ওমিক্রনের প্রকোপে ২৪ ঘন্টায় আবারও সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড গড়লো ।
একদিনে প্রায় ৩৭ লাখ আক্রান্ত এবং নয় হাজারের বেশি মৃত্যু হয়েছে। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও অধিকাংশ করোনা বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড সরকার। এদিকে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ সংস্থা বলছে, করোনাভাইরাসের ওমিক্রন ধরনে গুরুতর অসুস্থতা থেকে উচ্চমাত্রায় সুরক্ষা দেয় দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ।
প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমন ও মৃত্যু রেকর্ড গড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রামক ওমিক্রনের কারণেই বিপর্যয়ে পড়েছে বিশ্ব। বিজ্ঞানীদের অনেকে মনে করেন, করোনাভাইরাসের দুর্বল ভ্যারিয়েন্ট- ওমিক্রন। বিজ্ঞানীরা এও আশা করছেন, এই ভ্যারিয়েন্ট যত বেশি ছড়াবে ততোই দুর্বল হয়ে পড়বে।
এবং এর মধ্য দিয়েই অবসান ঘটবে স্বাস্থ্য সঙ্কটের। সংক্রমনের উর্ধ্বগতির এমন অবস্থার মধ্যেই নতুন করে বিধিনিষেধের কথা না ভেবে স্বাবাভিক পথে ফিরছে ইউরোপের একাধিক দেশ। সর্বশেষ আয়ারল্যান্ড তাদের বেশিরভাগ বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে।
আমরা একটি অন্ধকার সময়ে ছিলাম। কিন্তু আজ সুদিন। জনস্বাস্থ্যবিষয়ক যেসব বিধিনিষেধ এত দিন ছিল, তার আর প্রয়োজন নেই । তবে মহামারি এখনো শেষ হয়নি।করোনাভাইরাসের ওমিক্রন ধরনে গুরুতর অসুস্থতা থেকে উচ্চমাত্রায় সুরক্ষা দেয় দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার সিডিসির বড় পরিসরে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য জানা গেছে।আমরা বিশ্লেষন করেছি, ভালো ফলাফল দিচ্ছে টিকা। আমি মনে করি, ৩ টি ডোজকে করোনা প্রতিরোধে পূর্ণাঙ্গ ডোজ হিসেবে বিবেচনা করা উচিত। ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আর ভারতে ৩ লাখের ঘর ছাড়িয়েছে সংক্রমণ।
যুক্তরাজ্য, ব্রাজিল, স্পেন, জার্মানি এবং আর্জেন্টিনায় নতুন শনাক্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।