পটুয়াখালীর গলাচিপায় কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে,
কেন্দ্রীয় সমবায় সমিতির বিষয়ে, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী।এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, নব-গঠিত সমিতির সহ সভাপতি মো. বাহদুর রহমান উপস্থিত ছিলেন।এময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গলাচিপা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর উপজেলার সকল পরিচালকদের প্রস্তাব ও সমর্থনে বিনা প্রতিদ্বন্দীতায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মুজিবর রহমানকে বি আর ডি বি’র সভাপতি ঘোষনা করেছেন নির্বাচন কমিশনার।
এসময় আরো উপস্থিত ছিলেন, নব-গঠিত ৭(সাত) সদস্য কমিটির সদস্যরা, সুধী বৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য আগামী ৩(তিন) বছর মেয়াদী গলাচিপা (ইউ সি সি এ) লিমিটেড এর সার্বিক দ্বায়িত্ব পালনের জন্য হাজী মো. মুজিবর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়