নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৫৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২২ জানুয়ারী শনিবার পুলিশ সুপার নোয়াখালী মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায়, জনাব সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ রহুল আমিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে বেগমগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আব্দুল করিম রয়েল(৩০) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল করিম রয়েল উপজেলার একলাশপুর ইউনিয়নের ছায়েধন ভূইয়া বাড়ী’র মৃত রেজাউল হক ধনু মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ২ টি অস্ত্র মামলা,০১টি খুনের মামলা ও অন্যান্য আইনে আরও ১টি মামলাসহ ০৪টি মামলা রহিয়াছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।