নাটোরের সিংড়ায় আড়াই কিলোমিটার খাল খনন কাজ সম্পুর্ন হয়েছে। গত ০২/০১/২০২২ ইং থেকে খাল খননের কাজ টি উদ্বোধন করে, গত ১৭/০১/২০২২ ইং মোট পনেরো দিনের ব্যবধানে খাল খননের কাজ টি স্বয়ংসম্পুর্ন করেন।
সিংড়া উপজেলার ৩ নং ইতালি ইউনিয়নের চেয়ারম্যান, আরিফুল ইসলাম আরিফ এর নির্দেশনায়, ঠিকাদার মোঃ রতন, মোঃ আশরাফুল ইসলাম, ও আব্দুল মোমিন এর কঠোর প্ররিশ্রমে খাল খননের কাজ সম্পুর্ন হয়েছে। খাল খননের কাজ চলাকালীন অবস্থায়, এ বিষয় নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন। আমার নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়া উপজেলায় পাংগাশিয়া স্লুইচ গেট হতে চকলাড়ুয়া ব্রিজ পর্যন্ত আড়াই কিলোমিটার খাল খনন কাজ চলছে।
এই খাল খননের ফলে কলম ইউনিয়ন, চামারী ইউনিয়ন, ও হাতিয়ান্দহ ইউনিয়নের, পুন্ডরী, পাংগাশিয়া, শিবপুর, রৌধি ও চকলাড়ুয়ার ২০ হাজার কৃষক উপকৃত হবে। পানি নিষ্কাশন, পানি সেচ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ এ এলাকার কৃষকের মুখে হাসি ফুটবে। খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি পাবে। অনাবাদি জমিতে আবাদী জমিতে পরিনত হবে।
এদিকে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি খাল খননে মৎস্য উৎপাদন হবে। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে খালটি খননের কাজ চলছে। আমি চলনবিলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।