পটুয়াখালীর গলাচিপা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে দাবী দিবস কার্যক্রম শিথিল করে পালিত হয়েছে মার্ক্স বিতরণের মধ্যে দিয়ে।
গলাচিপা পৌরমঞ্চ ১৮ জানুয়ারি সোমবার সকাল দশটায় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে মার্ক্স বিহীন পথচারী,শ্রমিক, ব্যাবসায়ী ও গাড়ি চালকদের মার্ক্স বিতরণ করেন।
২০২২-২৩ অর্থ বছরে বাজেটে শ্রমিকের মৌলিক অধিকার সহ বার দফা দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে দেশব্যাপী মানববন্ধন,র্যালী ও সমাবেশের প্রস্তুতি ছিল সংগঠনটির কিন্তু করোনা সংক্রমণ ‘ওমিক্রন’ এর প্রভাব বৃদ্ধি পাওয়ায় দাবী দিবসে কর্মসূচি শিথিল করতে বাধ্য হয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর নেতৃবৃন্দ।
উপজেলায় ইমারত শ্রমিক ইউনিয়ন (ইনসাব) এর কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা কমিটি। ১৮ জানুয়ারি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন দাবী দিবস যথাযথ পালনের লক্ষ্যে নির্দেশ দেওয়া হলেও করোনা সংক্রমণ ‘ওমিক্রন’ এর প্রভাব বৃদ্ধি পাওয়ায় এ দিবসের কার্যক্রম শিথিল করেছে উপজেলা কমিটি।
এ সময় মার্ক্স বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এমাদুল মাঝি,কার্যকরী পরিষদের সভাপতি মোঃ নজির মৃধা, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন প্যাদা,যুগ্ম সম্পাদক মোঃ ফয়সাল,সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মৃধা,মোঃ মতি সরদার,মোঃ টিটু সহ সংগঠনের উপজেলা সদস্যবৃন্দ।
এ ছাড়াও গলাচিপা সদর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ সামছুল হক,সাধারণ সম্পাদক মোঃসহিদ মুন্সী, চিকনিকান্দী ইউনিয়ন কমিটির কার্যকরি সভাপতি খোকন সমদ্দার,গজালিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন, ডাকুয়া ইউনিয়ন কমিটি সভাপতি মোঃ ফারুক হোসেন, সম্পাদক মোঃ নুর আলম,উলানিয়া ইউনিয়ন কমিটির সভাপতি আবদুল কাদের, পানপট্টি ইউনিয়ন কমিটির সভাপতি কামাল হোসেন সহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।