পটুয়াখালীর জেলা অটোরিকশা শ্রমিক লীগের, ৩২ সদস্যের নতুন কমিটি ঘোষণা। স্পেশাল করেসপন্ডেন্ট ঢাকা।
বাংলাদশ অটোরিকশা শ্রমিকলীগের পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭-জানুয়ারি-২০২২ ইং) তারিখ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ হানিফ খোকনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ জুয়েল মৃধা (সভাপতি), শাহিন মৃধা (সাধারন সম্পাদক) ও জহিরুল ইসলাম (রানা) মৃধাকে (সাংগঠনিক সম্পাদক) করে মোট ৩২ সদস্য বিশিষ্ট পটুয়াখালী অটোরিকশা শ্রমিকলীগ জেলা শাখার কার্যকরীকমিটি দেয়া হয় কমিটি নং ০০৪০/২০২২ ইং।
অনুমোদনকৃত কমিটির মেয়াদ আগামী ১৮/০১/২০২৪ ইং তারিখ পর্যন্ত বৈধ থাকিবে এবং ১৭/০১/২০২২ ইং তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে পুর্বের প্রদত্ত কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।এতে বলা হয় পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন রোডে চলাচলরত সিএনজি চালিত ও ব্যাটারি চালিত অটোরিকশা/অটো-বাইক, ডিজেল চালিত অটোটেম্পু ও মাহিন্দ্রের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশ অটোরিকশা শ্রমিকলীগের পটুয়াখালী জেলা শাখা কমিটি অনুমোদন করা হইলো।
জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকলকে ফুলের মালা দিয়ে বরন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন অটোরিকশা শ্রমিক লীগের পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।